মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সংবাদ শিরোনাম :

পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে আজ সোমবার দুপুরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখার প্রতিনিধি মোঃ নাহিদ হাসান প্রমুখ। সভার পূর্বে পাঁচমাথা সড়ক চত্বরে পাঁচবিবি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অগ্নিকাণ্ডসহ দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের করণীয় শীর্ষক একটি অগ্নি নির্বাপনী মহড়া প্রদর্শন করে। শেষে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন