পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আলোচনা সভা ও অগ্নিকান্ড, ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘‘দুযোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ‘‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরে পার্বতীপুরে আলোচনা সভা ও অগ্নিকান্ড, ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় পার্বতীপুর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে বর্নাঢ্য র্যালী বের করে শহর প্রদক্ষিন করে। উপজেলা হলরুমে আয়োজিত পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আকতার হোসেন, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার তরিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি মো: রাসেল মন্টুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পার্বতীপুর ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা কিভাবে তাদের উদ্ধার প্রস্তুতি, ড্রামের আগুন নিয়ন্ত্রন, অগ্নিনির্বাপন কাজে বিভিন্ন ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।