সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইলে বিএনপি নেতার ওপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে বিএনপি নেতার ওপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
 নড়াইল প্রতিনিধিঃ  নড়াইল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুর ওপর ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদরের বিছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ বিকেলে চাকই চৌরাস্তা বাজারে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাঁসরাতের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।

এছাড়া বক্তব্য দেন-বিছালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক হালিম মোল্যা, ভুক্তভোগী বিএনপি নেতা রাশেদুল ইসলাম সান্টু, নড়াইল জেলা ছাত্রদলের সহসভাপতি আল আমিন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, অভয়নগর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইকবাল, ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ অনেকে।

প্রধান অতিথি মোজাহিদুর রহমান পলাশ বলেন, আওয়ামী লীগ সেতাকর্মী ও তাদের দোসররা সন্ত্রাসী কর্মকান্ড করে বিএনপি নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

গত ২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে  বিএনপি নেতা রাশেদুল ইসলাম সান্টু মধুরগাতি বাজার থেকে বাড়ি ফেরার পথে মধুরগাতি মোল্যাবাড়ি পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ককটেল নিক্ষেপ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পেয়েছেন চাকই-ভবানীপুর বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা সান্টু। এ বিষয়ে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন