কুড়িগ্রামে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক প্রদান


কুড়িগ্রাম প্রতিনিধিঃ সোমবার ৭এপ্রিল বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় হলরুমে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম- দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অধিগ্রহণ কৃত জমির মূল মালিকদের মাঝে প্রায় পৌনে ১কোটি টাকার চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। ভূমি অধিগ্রহনের টাকা তুলতে এসে কেউ যদি হয়রানী কিংবা প্রতারণার শিকার হন তাহলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ভুমি অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ভুমি অধিগ্রহন শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ উমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন- কুড়িগ্রামের চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য বদলানোর জন্য আমি সুযোগ পেলেই চরে গিয়ে পায়ে হেঁটে সেখানকার দরিদ্র মানুষের সাথে কথা বলে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছি। তিনি আরো বলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়কে শতভাগ দুর্নীতি-অনিয়ম মুক্ত করেছি। একাজে আমি সকলের সহযোগিতা আশা করছি।