বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুর সরকারী কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

পার্বতীপুর সরকারী কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুর সরকারী কলেজে দীর্ঘদিন পর নতুন অধ্যক্ষ যোগদান করেছেন। সোমবার (২১ এপ্রিল) কলেজে নতুন অধ্যক্ষ যোগদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন পর পার্বতীপুর সরকারী কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. জাহেদুর রহমান। তিনি শিক্ষা ক্যাডারের একজন অভিজ্ঞ শিক্ষক। এর আগে তিনি দিনাজপুর সরকারী কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে  দায়িত্ব পালন করেছেন।

অধ্যক্ষ হিসেবে তিনি পার্বতীপুর সরকারী কলেজে যোগদানের পর একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির বাদল এর কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। তাঁর গ্রামের বাড়ী ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন