শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গান লিখলেন মোদি, গাইলেন ফালু

গান লিখলেন মোদি, গাইলেন ফালু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক: একেবারে নতুন ভূমিকায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্র্যামি পুরস্কারজয়ী ভারতীয়-আমেরিকান গায়িকা ফালুর সঙ্গে হাত মিলিয়ে এবার গান লিখলেন তিনি। যে গানের মধ্যে দিয়ে বাজরার উপকারিতা এবং বিশ্ব ক্ষুধা দূর করতে এই ফসলের গুণ প্রচার করা হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব মিলেটস’ হিসেবে মনোনিত করা হয়েছে। সেই উপলক্ষেই এই গান বাঁধা হয়েছে।  ১৬ জুন মুক্তি পেয়েছে এটি।

 

গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি।

 

২০০৭ সালে প্রথম মুক্তি পায় তার নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন তিনি। এর আগেও ‘সেরা চিলড্রেন মিউজিক’ বিভাগে গ্র্যামিতে মনোনীত হয়েছিলেন এ গায়িকা।

 

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন