বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জেলার শ্রেষ্ঠ ওসি মুরাদকে ফুলেল ভালবাসায় শিক্ত করলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

জেলার শ্রেষ্ঠ ওসি মুরাদকে ফুলেল ভালবাসায় শিক্ত করলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
সেলিম রেজা, তজুমদ্দিন প্রতিনিধি: আইশৃঙ্খলা  পরিবেশ স্বাভাবিক ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় ভোলার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদকে জেলার শ্রেষ্ঠ অফিসার  ঘোষণা করে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন থানা পুলিশকে শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, প্রেসক্লাব সাবেক সভাপতি  রফিক সাদী, গাজী আব্দুল জলিল, রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি এম নয়ন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এসময় সবাই ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান ওসি মাকসুদুর রহমান মুরাদকে।
তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম জানায়,  তজুমদ্দিন উপজেলা ভোলা জেলার ০৬নং উপজেলা  হলেও প্রত্যন্ত এই এলাকাটি অন্যান্য উপজেলার তুলনায় সকল কাজে সবসময় এগিয়ে থাকে। এখানকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সবসময় সুন্দর থাকে। জেলাব্যাপী রয়েছে এ এলাকার অনেক সুনাম। এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশ প্রশাসনও কোনো অংশে পিছিয়ে থাকেনি, এ মাসে তারা আমাদেরকে এনে দিয়েছে জেলার শ্রেষ্ঠ থানার পুরষ্কার। এই অর্জনকে উৎসাহ উদ্দিপনায় বরণ করে নিতে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছি।
এসময় ওসি মুরাদ আগামী দিনে অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন