পাঁচবিবিতে শ্যালো মেশিন চুরি করার সময় ৩ চোরকে ধাওয়া করে ধরলেন গ্রামবাসী
মোস্তাকিম হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে শ্যালো মেশিন চুরির সময় ধাওয়া করে তিন চোরকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। এসময় তাদের নিকট থেকে শ্যালো মেশিনের চ্যাচেজ ৭টি, টিউবওয়েল ৩টি, পাইপ ও শ্যালো মেশিন খোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার পূর্ব কড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের চুরির মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার বড়মানিক গ্রামের ইদ্রিস আলীর ছেলে মেহেদী হাসান (২০), রুহুল আমিনের ছেলে শাহানুর ইসলাম (২০) ও নন্দইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে রুহুল আমিন (২৫)।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা ও গ্রামবাসীরা জানান, পুর্ব কড়িয়া গ্রামের ইউনুছ আলীর শ্যালো মেশিন ঘরে চোরেরা চুরি করতে ঢুকে। মেশিনের মালিক টের পেয়ে চিৎকার দিতে শুরু করে। চোরেরা মেশিন মালিক ইউনুছ আলীকে রড দিয়ে মাথায় আঘাত করে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী চারি দিক থেকে ঘিরে তাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।