পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি যখন বাংলাদেশের পর বিশ্ববাজারেও সাফল্য ছড়াচ্ছে, তখনই পাইরেসির কবলে পড়েছে। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটি ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে পাইরেটেড কপি ছড়িয়ে গেছে। ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও শুক্রবার থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্রেও মুক্তির প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই অনলাইনে ছড়িয়ে গেছে সিনেমাটির কপি। কিভাবে পাইরেসি হল ‘সুড়ঙ্গ’- এই প্রশ্ন এখন সবার মনে। কেউ কেউ মনে করছেন পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হল থেকে রেকর্ড করে সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। তবে ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফীর দাবি, ভারত থেকে নয়, বাংলাদেশের একটি সিনেমা হল থেকেই পাইরেসি হয়েছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। অনেক তথ্য বের করেছি। এ বিষয়ে রাফী আরও জানান, সিনেমার দুই দেশের ভার্শনে কী কী ফারাক, সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি! একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে রায়হান রাফী বলেন, এই পাইরেসি কারা করেছে, তা আমরা আইডেনটিফাই করছি। এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। আমাদের সঙ্গে আইনি সংস্থাগুলোও কাজ করছে। এই ভিডিওগুলো যারা অনলাইনে ছড়িয়েছে তাদের সবার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যাবেন আফরান নিশোসহ ‘সুড়ঙ্গ’ টিম। ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।