মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর সংবাদ সম্মেলন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুরে মিথ্যা তথ্য দিয়ে সরকারী দপ্তরে অভিযোগ করায় অভিযোগ কারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন- এলাকাবাসী।
আজ ১৪ আগষ্ট বিকাল ৩ ঘটিকার সময় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় শতাধিক নারী পুরুষ ও ইউপি সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ করেন। লিখিত সংবাদ পাঠ করেন ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য শাহনেওয়াজ। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। মোশারফ হোসেন নির্বাচনে পরাজয়ের পর থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আসছে। মিথ্যা তথ্য দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সম্প্রতি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেছেন প্রকাশ্যে দিবালোকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, টেবলেট সেবন করে থাকে এবং ব্যবসায়ীদের প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে। এরকম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে আটরাই গ্রাম বাসীর পক্ষে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্বাক্ষরকৃত অধিকাংশ ব্যক্তির স্বাক্ষর জাল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, শিক্ষক ফজলুল রহিম মুকুল, ইউপি সদস্য এনামুল হক, রেজাউল, মাহাবুবুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, সাবেক ইউপি সদস্য আরিফুর রহমান উপস্থিত ছিলেন।