বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৪০ বছর বয়সে মারা গেলেন বিখ্যাত অভিনেতা

৪০ বছর বয়সে মারা গেলেন বিখ্যাত অভিনেতা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্ব বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক খারাপ খবর। একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই সামনে আসছে অন্য কোনো তারকার মৃত্যুর খবর। এবার মারা গেলেন বিখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ক্রিস পেলুসো। গত ১৫ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল এ তারকার। গত ১৮ আগস্ট লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে এ তারকার মৃত্যুর খবর জানায়। অভিনেতার পরিবারের বরাত মৃত্যুর খবর জানানো হলেও মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি। জানা গেছে, এক বছর আগেই কঠিন মানসিক রোগ ‘স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডারে’ ‍ভুগছেন জানিয়ে চিকিৎসার জন্য অভিনয় থেকে সরে যান ক্রিস পেলুসো। এ তারকা মিশিগান স্কুল অব মিউজিক, থিয়েটার অ্যান্ড ড্যান্স ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, মিশিগান মিউজিক্যাল থিয়েটার পরিবার শোকার্ত। কারণ আমরা আমাদের পরিবারের প্রিয় সদস্য, ক্যারিশম্যাটিক ও প্রতিভাধর ক্রিস পেলুসোর মৃত্যুর কথা জানাচ্ছি। তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি আমরা। ক্রিস পেলুসো ছিলেন একজন মঞ্চ অভিনেতা। তিনি ব্রডওয়ে শো ‘মাম্মা মিয়া’ ও ‘উইকড’ এ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি ব্রডওয়েতে অভিষেক করেছিলেন ২০০৪ সালে। প্রসঙ্গত, স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার হচ্ছে একপ্রকার মানসিক ব্যধি। এটি এমন মানসিক সমস্যা যা সিজোফ্রেনিয়া এবং মুড ডিসঅর্ডারের লক্ষণ দেখা দিয়ে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা বিষণ্নতা, ম্যানিয়া এবং সাইকোসিসের সমস্যায় ভোগেন। এ রোগের চিকিৎসায় অধিকাংশ দিনই থেরাপি ও নিয়মিত ওষুধের মধ্যে থাকতে হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন