শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রউফের বোলিং তোপে ৫৯ রানে অলআউট আফগানিস্তান

রউফের বোলিং তোপে ৫৯ রানে অলআউট আফগানিস্তান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২০২ রানের জবাবে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জায় ডুবল আফগানিস্তান। পাকিস্তানের পেসার হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছে নবী-রশিদরা। মঙ্গলবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ২০১ রানে অলআউট হয় পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হারিস রউফের আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় আফগানরা। ফলে ১৪২ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। মহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে ২০২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শাহীন শাহ ও নাসিম শাহের বোলিংয়ে দিশাহারা হয়ে পরে আফগানিস্তান। নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫৯ রানে অলআউট হয় আফগানরা। মাত্র ৪ রানের মধ্যে টপ অর্ডারের প্রথম তিনজনকে সাজঘরে ফেরান দুই পাক বোলার। ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও অধিনায়ক শাহিদি প্রত্যেকে শূন্য রানে ফিরে যান। মূলত আফগান ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছিলেন হারিস রউফ। এদিন মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। শাহিন আফ্রিদি ২টি, নাসিম ও শাদাব নিয়েছেন একটি করে উইকেট। ইমরানকে যুক্ত করে নতুন ভিডিও প্রকাশ পিসিবির এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইমাম-উল-হক, শাদাব খান ও ইখতিখার আহমেদের লড়াকু ইনিংসে ভর মাঝারি মানের সংগ্রহ পায় বাবর আজমের দল। এদিন পাকিস্তান অধিনায়ক বাবর শূন্য রানে ফিরেন মুজিবের শিকার হয়ে। তবে ওপেনার ইমাম-উল-হক ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। এছাড়া শাদাব খান ৩৯ ও ইখতিখার আহমেদ ৩০ রান করেন। আফগানিস্তানের পক্ষে মুজিব ৩টি এবং নবি ও রশিদ ২টি করে উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান পাকিস্তানের পেসার হারিস রউফ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন