শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ছেলেদের সমান পারিশ্রমিক পাবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা

ছেলেদের সমান পারিশ্রমিক পাবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার নীতি চালু করেছিল নিউ জিল্যান্ড ও ভারত। এবার একই পথে হাঁটলো দক্ষিণ আফ্রিকা। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির ছেলে ও মেয়েদের ম্যাচ ফি হবে সমান। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা নারী দল। এই সফর থেকেই নতুন ম্যাচ ফি কার্যকর হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নতুন ম্যাচ ফি অনুযায়ী টেস্টের জন্য ম্যাচপ্রতি সাড়ে ৪ হাজার ডলার পাবেন নারী ক্রিকেটাররা। ওয়ানডের জন্য পাবেন ১ হাজার ২০০ ডলার ও টি-টোয়েন্টির জন্য বরাদ্ধ করা হয়েছে ৮০০ ডলার। দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেটাররাও একই ম্যাচ ফি পেয়ে থাকেন। ম্যাচ ফি সমান করার পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য ছয় দলের পেশাদার ঘরোয়া কাঠামোও উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকা। ১৬ দলের এই কাঠামোতে খেলা হয় দুই স্তরে। প্রথম স্তরে খেলে শীর্ষ ৬ দল, দ্বিতীয় স্তরে নিচের ১০ দল। এই ১০ দল আবার দুই ভাগে বিভক্ত – উত্তরণ ও অবনমন। এবারও একই কাঠামোই বিদ্যমান থাকবে। তবে শীর্ষ ছয় দল এখন ১১ জন করে খেলোয়াড়কে পূর্ণকালীন ভিত্তিতে চুক্তিবদ্ধ করতে পারবে। এই ১১ জনের বেতন হবে ডিভিশন ২-এর সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পুরুষ ক্রিকেটারদের সমান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন