রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফিনটেক অ্যাওয়ার্ডে ৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতল বিকাশ

ফিনটেক অ্যাওয়ার্ডে ৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতল বিকাশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এর মধ্যে পাঁচটিতে বিজয়ী এবং দুইটিতে ‘অনারেবল মেনশন’ পেয়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এসব পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।বাংলাদেশ ফিনটেক ফোরাম আয়োজিত এই প্রতিযোগিতায় এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ‘বিকাশ জেনারেশন’। আর্থিক অন্তর্ভুক্তি ক্যাটাগরি এবং বিনিয়োগ ক্যাটাগরিতে বিকাশের ‘এক অ্যাপে পাঁচ সেভিংস’ সেরা পুরস্কার জিতেছে। ডিজিটাল লেনডিং ক্যাটাগরিতে বিকাশের ‘ডিজিটাল ন্যানো লোন’, রেমিট্যান্স সেবা ক্যাটাগরিতে ‘বিকাশ-পেওনিয়ার’ বর্ষসেরা পুরস্কার পায়। এছাড়া প্রযুক্তি ক্যাটাগরিতে ‘বিকাশ লয়্যালিটি’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘বিকাশ সাইনার্জি’ পেয়েছে ‘অনারেবল মেনশন’।বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন