রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কাস্টমস হাউসের ৪ সিপাহীকে জিজ্ঞাসাবাদ, নেওয়া হয়েছে থানায়

কাস্টমস হাউসের ৪ সিপাহীকে জিজ্ঞাসাবাদ, নেওয়া হয়েছে থানায়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ জনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। আজ (সোমবার) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টচুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫ কেজি সোনা বেহাত হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ গতকাল ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এজন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন