পার্বতীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক
মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ
পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশের আগ মূহুর্তে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক মো. সিফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, হুইল মেজারমেন্টের সমস্যার বিষয়টি পাঁচদিন আগে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে চেকিংয়ের সময় আমাদের নজরে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। গত রাতে ক্যারেজ ফিটাররা ঠিক করে। আজ বুধবার ট্রেনটি জয়পুরহাট থেকে বিরামপুর স্টেশনে পৌঁছানোর পর থেকে সমস্যা দেখা দিলে বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জানানো হয়। তিনি ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে যেতে বলেন। পরে স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে।
লোকোমোটিভ মাস্টার মেহেদী হাসান বলেন, বিষয়টি গার্ড আমাকে আগেই জানিয়েছিল। পার্বতীপুর-সান্তাহার স্টেশনের মধ্যে ট্রেনের গতি ৯০ কিলোমিটার হলেও আমি ৬০ কিলোমিটার গতিতে চালিয়ে আসি। পার্বতীপুর স্টেশন প্রবেশ করলে দুর্ঘটনাটি ঘটে। পরে তিনটি বগি রেখে ট্রেনটি স্টেশনে নিয়ে যাওয়া
পার্বতীপুরের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, দেড় ঘণ্টা বিলম্বে ৪টা ৫৫মিনিটে পরে ট্রেনটি চিলাহাটী অভিমুখে ছেড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক