বোনাস লভ্যাংশ অনুমোদন পেল অগ্রণী ইনস্যুরেন্স
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অগ্রণী ইনস্যুরেন্স লিমিটেডকে পর্ষদ ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৭ শতাংশ বোনাস শেয়ার আর ৮ শতাংশ নগদ লভ্যাংশ। নিয়ম অনুসারে বোনাস শেয়ার লভ্যাংশ দিলে কোম্পানি বিএসইসির অনুমোদন দিতে হয়। সে লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে বিএসইসি আবেদন জমা দেয়। বিএসইসি আবেদনে সম্মতি দিয়েছে। এ জন্য কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০০৫ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটি ২০২১ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর ২০২০ সালে লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশ। যার মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার।