শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বেঁধে দেওয়া দামে বাঁধা যায়নি ব্যবসায়ীদের

বেঁধে দেওয়া দামে বাঁধা যায়নি ব্যবসায়ীদের
গাইবান্ধা প্রতিনিধিঃ
আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত দামে বিক্রি না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তিনি সচিবালয়ে এই ঘোষণা দেন।
সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তিন কৃষিপণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত জানান। সে অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৪ থেকে ৬৫ টাকা। আলু কেজিতে ভোক্তা পর্যায়ে ৩৫/৩৬ টাকা  ও কোল্ড স্টোরেজ থেকে ২৬/২৭ টাকা। ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বেঁধে দামে গাইবান্ধার কোথাও বিক্রি হয়নি আলু কিংবা পেঁয়াজ।
গতকাল পলাশবাড়ীর বিভিন্ন বাজারের চিত্র বলছে ডিম ১২ টাকা বিক্রি হলেও আলু বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা,পেঁয়াজ ৮৫-৯০ টাকা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন