শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোর রাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র এক দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ঘটনাস্থলে টুকলু নিহত হলে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায় এমন দাবী স্থানীয়দের। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এ পর্যন্ত। খোঁজখবর নিয়ে বলতে পারবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন