বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পার্বতীপুর পৌরসভার বাজেট ঘোষণা

পার্বতীপুর পৌরসভার বাজেট ঘোষণা

 

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে ৫৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেলে পৌরসভা সভাকক্ষে মেয়র মোঃ আমজাদ হোসেন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকা, উন্নয়ন খাতে অনুদান ৯০ লাখ, বিশেষ উন্নয়ন অনুদান ৫০ লাখ ও আই,ইউ,আই,ডি,পি এবং এম,জি,এস,পি প্রকল্প সাহায্য ধরা হয়েছে ৫০ কোটি টাকা। অপরদিকে, ব্যয় দেখানো হয়েছে ৫৬ কোটি ৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকা এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৪০ লাখ টাকা।
বাজেট ঘোষণা শেষে মেয়র মোঃ আমজাদ হোসেন জানান, বাজেটে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তা, ড্রেন, মসজিদ, মাদ্রাসা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন/ভাতাসহ ধর্মীয় উপাসনালয় এর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রথম শ্রেনীর পৌরসভার উন্নয়নে মূল প্রতিবন্ধক ভূমি সমস্যা। ভূমি সমস্যার সমাধানের জন্য পৌরসভা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাজেট অধিবেশনে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন