শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নবাগত তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেসক্লাব, তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা, ইউপি সচিব, তালা বাজার বনিক সমিতি, আমরা বন্ধু সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এর আগে বুধবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেনের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ,খলিসখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবির হোসেন মোড়ল, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা প্রেসক্লাব পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস,প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,কার্যকরী সদস্য কাজী লিয়াকত হোসেন, ইমরান রাব্বী প্রমূখ।
তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা , তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন