শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এবার ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলা

এবার ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

এবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া। গভীর রাতে ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলায় বন্দরটির একটি শস্য গুদাম ধ্বংস হয়ে গেছে।  আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘দক্ষিণে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী।’ গত জুলাইয়ে কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এরপর থেকে রাশিয়া দক্ষিণ ওডেসা ও মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনের শস্য রপ্তানিকারক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেন, ‘রাশিয়া আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে।’ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘তারা (রাশিয়া) জানে, বন্দরের অবকাঠামো আমাদের অগ্রাধিকারে রয়েছে। আর এই কারণেই অঞ্চলটিতে হামলা বাড়াচ্ছে তারা।’ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা ফোর্স জানিয়েছে, রাতে হামলায় ১৯ শাহেদ ড্রোন ও দুটি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও ১২ কালিবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। তাদের দাবি, ১৯টি শাহেদ ড্রোন ও ১১টি কালিবার ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করা হয়েছে। অনিক্স ক্ষেপণাস্ত্রের আঘাতে বন্দরের শস্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন