শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হাংজুতে হকির সাধারণ সম্পাদকের অপারেশন

হাংজুতে হকির সাধারণ সম্পাদকের অপারেশন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ হাংজু এশিয়ান গেমসে এসেছিলেন ট্যাকনিক্যাল অফিসিয়াল হিসেবে। গতকাল বাংলাদেশ-জাপান ম্যাচের সময় সুস্থ-স্বাভাবিকভাবে স্টেডিয়ামে ছিলেন। এরপরই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হলে, হৃদপিন্ডে রিং প্রতিস্থাপন করতে হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের সদস্য আব্দুর রশিদ শিকদারও ট্যাকনিকাল অফিসিয়াল হিসেবে হাংজু এসেছেন। সাঈদ ও রশিদ শিকদার একসঙ্গেই অবস্থান করছেন হাংজুতে। সাঈদের অসুস্থতা সম্পর্কে রশিদ শিকদার বলেন, ‘বাংলাদেশ-জাপান ম্যাচ এক সঙ্গে দুই জন দেখলাম। হঠাৎ বিকেলের পর আমাকে বলছিল ঘাড়ে ব্যাথা ও খারাপ লাগছে। এরপর তাকে ট্যাকনিক্যাল ভিলেজের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাই। সেখানে ইসিজিতে অস্বাভাবিক মাত্রা প্রদর্শন করায় তারাই তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠায়।’ হাসপাতালে পৌছানোর পর আরো পরীক্ষা-নিরীক্ষা হয়। এনজিওগ্রামে আর্টিনারীতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা রিং পরানোর সিদ্ধান্ত নেন। আজ সোমবার সকালে সফল অস্ত্রপাচার শেষে কেবিনে রয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাঈদ। অপারেশন সম্পর্কে আব্দুর রশিদ শিকদার বলেন, ‘এখন তিনি (সাঈদ) স্বাভাবিক অবস্থায় হাসপাতালে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সব কিছু আন্তরিকতার সঙ্গে করেছে। গেমসের অ্যাক্রিডিটেধারীরা বীমার আওতায় তাই এখানে আমাদের আর্থিক কোনো ব্যয় হয়নি।’ সাঈদের শারীরিক অবস্থা জানিয়ে এবং দ্রুত সুস্থতার জন্য হকি ফেডারেশনও ঢাকা থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন