শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আফগান শিবিরে আবার সাকিবের আঘাত

আফগান শিবিরে আবার সাকিবের আঘাত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন সাকিব। এরপর দ্বিতীয় উইকেট নিতেও সাকিবেই ভরসা করতে হলো বাংলাদেশ দলকে। আফগান ব্যাটাররা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে তখন সাকিবের বলেই ক্যাচ তুলছেন তারা। সে ধারাবাহিকতায় আফগান টপ অর্ডার রহমত শাহের উইকেটটাও নিলেন সাকিব আল হাসান।  ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে মিড অফে ক্যাচ তুলে দেন রহমত। সেই ক্যাচ তালুবন্দী করে নেন লিটন দাস। ৮৩ রানের মাথায় পড়ল আফগানদের দ্বিতীয় উইকেট। এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের রান ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬। ৩৭ রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ ও ২ রান নিয়ে ব্যাট করছেন হাশমতউল্লাহ শহিদি। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কী সত্যিই ভালো হলো না খারাপ হলো- এ হিসাব-নিকাশ কষতে শুরু করে দিয়েছিল ভক্ত-সমর্থকরা। কারণ, টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শুরুতে উইকেট থেকে পেসাররা যে সুবিধা আদায় করতে পারবেন বলে ভেবেছিলেন অধিনায়ক সাকিব, তা কী ভুল ছিল? দুই ওপেনারের ব্যাটে ভর করে যেন শুরু থেকেই উড়তে শুরু করেছিলো আফগানরা। শেষ পর্যন্ত কোনো পেসার নয়, শুরুতেই ব্রেক থ্রু উপহার দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে ক্যাচ দিতে বাধ্য হলেন ইবরাহিম জাদরান। ৯ম ওভারের দ্বিতীয় বলে সুইপ শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিম হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে বসেন ইবরাহিম। ২৫ বলে ২২ রান করে আউট হলেন আফগান এই ওপেনার। তাদের দলীয় রান তখন ৪৭।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন