বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

স্বাস্থ্য দিবসে কু‌ড়িগ্রা‌মে আ‌লোচনা সভা

স্বাস্থ্য দিবসে কু‌ড়িগ্রা‌মে আ‌লোচনা সভা

 

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি,৭ এ‌প্রিল

র‌্যালি ও আ‌লোচনা সভার মাধ‌্যমে কু‌ড়িগ্রা‌মে বিশ্ব স্বাস্থ্য দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যাল‌য়ের আ‌য়োজ‌নে যৌথভাবে স্বাস্থ্য দিবস পালন করে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে কু‌ড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এক‌টি স‌চেতনতামূলক র‌্যালি বের হ‌য়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। প‌রে সেখা‌নে এক‌টি আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

কু‌ড়িগ্রা‌মের ম‌তো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সুস্বাস্থ্যে বিশেষ তাগিদ দি‌য়ে প্রধান অ‌তিথির ব‌ক্তব্যে সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ ব‌লেন, ‘কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও সক্রিয় হ‌তে হ‌বে।’ সকল‌কে স‌ম্মি‌লিত ভা‌বে কাজ করা আহ্বান জানান তিনি।

জেলা সিভিল সার্জন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প সমন্বয়ক মোঃ আলী আব্দুল্লাহ, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের নিলুফা বেগম, শারমিন আকতার, বালা রায়, আরিফুর রহমান-সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন