শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল এর ৬০তম জাতীয় শিশু দিবস পালিত

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল এর ৬০তম জাতীয় শিশু দিবস পালিত

এন,এম,সজীব: দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয় শেখ রাসেল এই প্রতিপাদ্যের যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের বিরামপুরে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বর্ণাঢ্য রেলি এবং কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান,কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন হয়েছে।

আজ-(১৮ অক্টোবর) বুধবার: সকাল সোয়া ১০ টায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে,উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান খায়রুল আলম (রাজু),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল(মেজবা) , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মে কুলসুম বানু,দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মন্ডল, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ.অদ্বৈত কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ.মেসবাউল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেষ কুমার কুন্তু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার,বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী এবং দলীয় রাজনৈতিক নেতাকর্মী নেতৃবৃন্দ,

এছাড়াও সুধীজন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন