শ্রীমঙ্গলে দূগাপূজা প্রাসঙ্গিক বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে
শারদীয় দুর্গাপূজা কি শুধুই পূর্জাচনা না কি এরও রয়েছে শিল্প-সাহিত্য সমৃদ্ধি, রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ও তাৎপর্যও। এ নিয়ে প্রকাশিত হয়েছে “দূগাপূজা প্রাসঙ্গিক” নামে একটি বই। যা পড়ে দুর্গাপূজার ঐতিহাসিক পেক্ষাপট থেকে শুরু করে পাঠক জানতে পারবেন এর বর্তমান পর্যন্ত।
গতাকাল শনিবার রাত ১০ টায় শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে শ্রীমঙ্গল রুপসপুর পূজা মন্ডপে সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের পরিচালক ড. এ কে এম রফিকুল হক। এ সময় বক্তব্যদেন বই এর লেখক কবি মৃদুল কান্তি পাল মলয়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।