ঢাকার বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ, ভূমি দখল এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতেও এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, সাবেক জেলা সভাপতি অশোক কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নড়াইল জেলা সভাপতি মলয় নন্দী, যুগ্ম সম্পাদক প্রীতিশ বিশ্বাস, মহিলা সম্পাদিকা নমিতা রায়, সদর উপজেলা সভাপতি শংকর কর্মকার, আদিবাসী সভাপতি অশোক কর্মকারসহ অনেকে।
বক্তারা বলেন, ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর হামলার দ্রুত বিচার করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্মম নির্যাতন হলেও তার সঠিক বিচার আমরা কখনোই পায়নি। আমাদের দাবি, নির্যাতন বন্ধসহ দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। #