বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে ঔষধের দোকানী আগুন ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত

আদমদীঘিতে ঔষধের দোকানী আগুন ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে একটি ঔষধের দোকানে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।
শনিবার (৮এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে আতাউর রহমান স্বপনের শিপলা ফার্মেসীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
ঔষধের দোকানী আতাউর রহমান স্বপন বলেন,রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনলেও আমার দোকানের ভিতরে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার ঔষধ সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন