রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পাকিস্তানের হারের নেপথ্যে ‘বেতনহীন ৫ মাস’!

পাকিস্তানের হারের নেপথ্যে ‘বেতনহীন ৫ মাস’!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : একের পর এক হার দিয়ে বিশ্বকাপের ৬ ম্যাচ শেষ করেছে পাকিস্তান। অথচ প্রথম দুই ম্যাচে জয় দিয়ে তাদের শুরুটা হয়েছিল। টানা হার পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাকে ঠেলে দিয়েছে ‘যদি-কিন্তু’র হিসাবে। বাবর আজমদের এমন করুণ দশার পেছনে কারণ হিসেবে অনেক আলোচনা চলছে। সেই আলোচনায় উত্তপ্ত ঘি ঢেলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার অভিযোগ, বাবরদের গত পাঁচ ম্যাচের বেতন দেওয়া হয়নি! বিশ্বকাপের আগে থেকেই মাঠ এবং মাঠের বাইরে একাধিক বিতর্ক ধাওয়া করছে ১৯৯২-এর বিশ্বজয়ীদের। নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে যেখানে পাকিস্তান সমর্থকদের ভরসা জুগিয়েছিল, তা এখন অস্তমিত। বিপর্যয়ের শুরুটা হয়েছিল ভারত ম্যাচ থেকে। তারপর অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার হজম করার পর পাকিস্তান আপাতত টুর্নামেন্টের আগাম বিদায়ের টিকিট কেটে ফেলেছে। যদিও খাতা-কলমে এখনও পাকিস্তানের সেমিতে যাওয়ার আশা বেঁচে রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন