বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হাথুরুসিংহে-নির্বাচকদের বৈঠকে সর্বাধিক গুরুত্ব পাবে যে ইস্যু

হাথুরুসিংহে-নির্বাচকদের বৈঠকে সর্বাধিক গুরুত্ব পাবে যে ইস্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়া কাপের আর খুব বেশি সময় বাকি নেই। ৩০ আগস্ট থেকে পাকিস্তানে শুরু হবে এবারের এশিয়া কাপ। ইতোমধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশের দল গোছানো নিয়ে দু-একটি জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে দোটানায় রয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। বিষয়টি নিষ্পত্তি করতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নতুন অধিনায়কের জন্য অপেক্ষা তাদের। ছুটি কাটিয়ে বড় ছেলেকে নিয়ে বুধবার (৯ আগস্ট) দেশে ফিরেছেন হাথুরুসিংহে। টাইগারদের প্রধান কোচ চলে আসায় জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হয়েছে বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে। ১৫ জনের দল নির্বাচনের জটও খুলবে কোচের সঙ্গে জাতীয় দল নির্বাচকদের বৈঠকের মধ্য দিয়ে। দল নির্বাচনের পাশাপাশি টাইগারদের অধিনায়ক কে হবেন সেটিও চূড়ান্ত করতে হবে কোচ-নির্বাচকদের। এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের সঙ্গে জড়িয়ে এশিয়ান গেমসের দলও। এশিয়ান গেমসের প্রাথমিক স্কোয়াডে থাকা দু-একজন ক্রিকেটাররের সুযোগ মিলতে পারে জাতীয় দলে। জাতীয় দল ঘোষণা না হওয়ায় এশিয়ান গেমসের চূড়ান্ত দলও তৈরি করা যাচ্ছে না। গেমসের জন্য দল চেয়ে বিসিবিকে তাড়া দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। হাথুরুসিংহে-নির্বাচকদের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ভারসাম্য নীতি। কারণ, এশিয়া কাপ ও বিশ্বকাপের পুলে বেশি ক্রিকেটার রাখা হলে গেমসে শক্তিশালী দল গঠন করা কঠিন হয়ে দাঁড়াবে। আবার বিসিবি সাদামাটা দলও গেমসে পাঠাতে আগ্রহী নয়। এর সমাধান নিয়েও আলোচনা হবে হাথুরুসিংহে-নির্বাচকদের বৈঠকে। তাছাড়া এশিয়া কাপের দল, অধিনায়ক হিসেবে কোচের পছন্দ এসবও আলোচনা হবে বৈঠকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন