বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

লালপুরে ডিবি পরিচয়ে যুবদল নেতাকে তুলে নিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা

লালপুরে ডিবি পরিচয়ে যুবদল নেতাকে তুলে নিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের মো.মাসুদ রানা নামের এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে কুপিয়ে একটি খাদে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। শুক্রবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে থেকে তাকে রক্তাক্ত যখম অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মাসুদ রানা বিলমাড়িয়া ইউনিয়নের নাগসোশা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মাসুদ রানা বিলমাড়িয়া বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তার মধ্যে একটি সাদা রঙ এর মাইক্রোবাস তার পথ রোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে তারা মাসুদকে হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সামনের একটি খাদে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চলমান আন্দোলনকে সামনে রেখে আওয়ামী লীগের লোকজন মাসুদ রানাকে টার্গেট করে কুপিয়ে যখম করে মৃত ভেবে ফেলে রেখে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা ।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ‘এটা কোন পুলিশের কাজ না। জরিতদের শনাক্তে আমরা তদন্ত শুরু করেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখন পর্যন্ত করা হয় নি বলে জানান ওসি।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন