বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হালান্ডের জোড়া গোলে শেষ ষোলোয় সিটি

হালান্ডের জোড়া গোলে শেষ ষোলোয় সিটি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইয়ং বয়েজের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। একপেশে ম্যাচে ৩-০ গোলের সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। দলটির অন্য গোলটি করেন ফিল ফোডেন। প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে লাইপজিগও। চার ম্যাচে তিন জয়ে তাদের ৯ পয়েন্ট। পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য করা সিটি ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। ইয়ং বয়েজ গোলে কোনো শটই নিতে পারেনি। ঘরের মাঠে ২৩তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে গিয়ে নেন হালান্ড। মাথিয়াস নুনেস ইয়ং বয়েজের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। বিরতির আগে জ্যাক গ্রিলিশের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন হালান্ড। বক্সের বাইরে জায়গা বানিয়ে দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ ম্যাচে নরওয়ের এই স্ট্রাইকারের গোল হলো ৩৯টি। গত মাসে ইয়ং বয়েজের বিপক্ষে প্রথম দেখায় দলের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। ওই গোলের পরপরই আরেকটি ধাক্কা খায় ইয়ং বয়েজ। সিটির নাথান আকেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস মিডফিল্ডার সান্দ্রো লাউপার। ৬১তম মিনিটে হালান্ডকে তুলে নেন সিটির কোচ পেপ গার্দিওলা। তাই হ্যাটট্রিকের পথে ছুটতে পারেননি নরওয়ের তারকা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন