আ.লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন যারা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। সংসদীয় মনোনয়ন বোর্ডের ধারাবাহিক সভার মাধ্যমে আট বিভাগে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি—তা শুধু ঘোষণার অপেক্ষামাত্র।
সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা। জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন—এমন প্রার্থী কাউকেই বাদ দেওয়া হয়নি। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে হাতেগোনা কিছু ছাড়া বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। গত তিন দিনে আটটি বিভাগের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রায় সম্পন্ন। প্রথম দিন রংপুর ও রাজশাহী, পরদিন শুক্রবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশের প্রার্থী বাছাই সম্পন্ন হয়। গতকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটি।
দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমসহ অনেক হাইপ্রোফাইল নেতা রয়েছেন, যাদের আসনে মনোনয়ন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
রাজশাহী বিভাগে বর্তমান সংসদ সদস্যদের অনেকে বাদ পড়লেও পঞ্চগড়-২ থেকে নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেনের মনোনয়ন নিশ্চিত করেছেন সংসদীয় বোর্ডের সদস্য। দিনাজপুরে বর্তমান সংসদ সদস্যদের সবাই মনোনয়ন পেতে যাচ্ছেন। দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক মনোনয়ন পেতে যাচ্ছেন।
আরও যারা মনোনয়ন পেতে যাচ্ছেন তারা হলেন নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, রংপুর-৪ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, রংপুর-৫ থেকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বর্তমান এমপি এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান, রংপুর-৬ ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, পাবনা-১ শামসুল হক টুকু, মেহেরপুর-১ ফরহাদ হোসেন, যশোর-৪ রঞ্জিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬ শাহীন চাকলাদার, কুড়িগ্রাম-১ রেজোয়ানুল হক চৌধুরী শোভন, লালমনিরহাট-২ নূরুজ্জামান আহমেদ, কুষ্টিয়া-৩ মাহবুবউল-আলম হানিফ, নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আমিরুল আলম মিলন, খুলনা-১ ননী গোপাল মণ্ডল, খুলনা-২ শেখ সালাউদ্দিন, পটুয়াখালী-১ আফজাল হোসেন, ভোলা-১ তোফায়েল আহমেদ, বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ, পিরোজপুর-১ শ ম রেজাউল করিম, পিরোজপুর-৩ আশরাফুর রহমান, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ এস এম খালেদ হোসেন, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৫ জাহিদ ফারুক শামীম, বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, পটুয়াখালী-২ আবু সাদত মো. ফিরোজ, পটুয়াখালী-৩ এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ মাহবুবুর রহমান তালুকদার, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ সুলতানা নাদিরা জলি, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুন্সীগঞ্জ-৩ মৃনাল কান্তি দাস, ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১১ এ কে এম রহমত উল্লাহ, সিলেট-১ এ কে আব্দুল মোমেন, টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক, জামালপুর-৩ মির্জা আজম, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৯ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল। নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে দুটিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নেত্রকোনা-৫ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নেত্রকোনা-১ আসনে মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ আসনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিল ও নেত্রকোনা-৪ থেকে সাজ্জাদুল হাসান মনোনয়নে পেতে যাচ্ছেন। মৌলভীবাজার-১ থেকে সাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন।
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ আসনে প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের সন্তান সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে সাবেক এমপি আবুল কাশেম মাস্টারের ছেলে ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৮ আসনে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে বর্তমান সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ আসনে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকার মনোনয়ন পাচ্ছেন।
কক্সবাজার-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, কক্সবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী, কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর এবং খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকার মনোনয়ন পাচ্ছেন।