শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় কয়লা গ্যাসসহ জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে র‌্যালি।। 

কলাপাড়া প্রতিনিধি:

কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব নিশ্চিত করার দাবিতে প্রতিকি অবস্থান কর্মসূচি ও  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভার্মেন্টাল একশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে মঙ্গলবার  কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‌্যালিটি শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। র‌্যালিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষতিকর দিক প্রদর্শন করা হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের লেখা সংবলিত ফেস্টুন। এ সময় পিপিই ও মাস্ক পড়ে ভবিষ্যৎ বাংলাদেশের বায়ু ও পরিবেশ দূষণের ভয়াবহতা প্রতিকি তুলে ধরা হয়

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন