বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘ফাইনালে ভারতের হার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’

‘ফাইনালে ভারতের হার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামার আগপর্যন্ত অপরাজেয় ছিল ভারত। টুর্নামেন্টে তাদের একমাত্র পরাজয়টা এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে। দুর্দান্ত ফর্ম নিয়েও এমন শিরোপা হারানোর আক্ষেপে ড্রেসিংরুমে অনেক্ষণ কেঁদেছিলেন রোহিত-কোহলিরা। এবার ভারতের ফাইনাল হারকে ২০১৫ বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালে তিক্ত অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। একইসঙ্গে বলছেন— এমন হার ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের’ মতো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে আছে একই ধরনের অভিজ্ঞতা আমি ক্রিকেটার হিসেবে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলাম। যার ব্যথা সারতে বেশ কিছুটা সময় লাগে এবং এটি অনেকটা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের (ব্রেক-আপ) মতো। কোনোভাবেই যা কেউ মানতে পারবে না।’ ডু প্লেসি আরও বলেন, ‘ভারত পুরো টুর্নামেন্টে অসাধারণ ছিল। তারা তাদের কাজটা এমনভাবে সম্পন্ন করেছে, যা অবিশ্বাস্য। তারাও এমন অনুভূতির পর হৃদয়ভাঙা অভিজ্ঞতা পেয়েছে। নিশ্চিতভাবেই এই বিশ্বকাপটা তাদের ছিল।’ আগামীকাল (রোববার) থেকে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পূর্ণাঙ্গ সিরিজে নামছে ভারত। যেখান থেকে তারা হয়তো সুখ খুঁজে পাওয়ার সুযোগ পাবে বলে মনে করেন ডু প্লেসি, ‘এরকম আঘাত সারতে বেশ সময় লাগে। তবে নতুন সিরিজে নামার আগে আপনার মাঝে আবার কোনো কিছুর মাঝখানে অবস্থানের অনুভূতি দেবে। তরুণ দল হলেও এখানে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা তাদের ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখে।’ বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকায় ভারতের সফর বেশ কঠিন ছিল, এবারও তার ব্যতিক্রম নয়। তিন ফরম্যাটে এবার ভারত তিনজন অধিনায়কের অধীনে নামবে। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব, ওয়ানডেতে লোকেশ রাহুল ও টেস্টে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনটি টি-টোয়েন্টির পর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু হবে। সাদা বলের দুই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম, টেম্বা বাভুমা কেবল টেস্টে অধিনায়ক থাকবেন। বাকি দুই ফরম্যাটের দলে তাকে রাখা হয়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন