রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রিয়ালের জয়ের দিনে হারের মুখ দেখলো বার্সা

রিয়ালের জয়ের দিনে হারের মুখ দেখলো বার্সা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে একই দিন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই দলের দিনটা কেটেছে দুইরকমভাবে। রিয়ালের জয়ের দিনে হারের মুখ দেখেছে বার্সা। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। তাদের মতো বার্সার প্রতিপক্ষও ছিল আরেক ইংলিশ ক্লাব। কিন্তু সোফি স্টেডিয়ামে আট গোলের ম্যাচে আর্সেনালের কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে কাতালানরা। রিয়ালের হয়ে আলো ছড়িয়েছেন নতুন সাইনিং জুড বেলিংহ্যাম। বরুশিয়া ডর্টমুন্ডকে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে চলতি দলবদলে তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোসরা। ইউনাইটেডের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করেন এই ইংলিশ মিডফিল্ডার। ডিফেন্ডার আন্তোনিও রুদিগারের পাস থেকে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। এরপর অনেকটা সময় রাজত্ব করেন মিডফিল্ডে। ম্যাচের ৮৯ মিনিটে অসাধারণ এক বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন হোসেলু। রিয়াল সহজে জয় পেলেও আর্সেনালের সঙ্গে পেরে উঠতে পারেনি বার্সা। যদিও ম্যাচের সপ্তম মিনিটে রবের্ত লেভানডভস্কির গোলে এগিয়ে যায় তারা। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি আর্সেনাল। ১৩ মিনিটে বুকায়ো সাকার গোলে ব্যবধান দাঁড়ায় ১-১। ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। এবার গোলদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কিন্তু এবারও দ্রুতই সমতা আনে আর্সেনাল। ৪৩ মিনিটে গানারদের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাই হাভার্টজ। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের হাতে নিয়ে ফেলে আর্সেনাল। বার্সাকে ভাসাতে থাকে গোলবন্যায়। ৫৫ ও ৭৮ মিনিটে জোড়া গোল করেন লেয়ান্দ্রো ত্রসার্দ। দলের শেষ গোলটি আসে ফাবিও ভিয়েরো পা থেকে। এর মাঝে অবশ্য ফেরান তোরেস এক গোল দিয়ে বার্সার হারের ব্যবধান কমান। কাতালানরা এই হার ভুলে নিশ্চয়ই রিয়ালকে নিয়ে ভাবতে শুরু করবে এখন। কেননা আগামী ৩০ জুলাই প্রথম প্রহরে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন