সাকিব কবে মাঠে ফিরবে জানাল রংপুর
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চোখের চিকিৎসার জন্য গত রোববার রাতে লন্ডনে পাড়ি জমান সাকিব আল হাসান। তাই বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছিল রংপুর রাইডার্স। তবে সব শঙ্কা কাটিয়ে আসরের শুরু থেকেই এই টাইগার অলরাউন্ডারের সার্ভিস পাবে রংপুর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক।
তিনি বলেন, সাকিব আল হাসানের চোখে ফ্লুইড জমেছে। তবে পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন তিনি। লন্ডন থেকে আগামী ১৮ জানুয়ারি দেশে ফিরবেন সাকিব আল হাসান। এরপর ১৯ তারিখ অনুশীলন করে প্রথম ম্যাচ খেলবে সাকিব।
এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনের সময় চোখে চশমা পরে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের সময় যে সমস্যা শুরু হয়েছিল, সেটা এখনও ভোগাচ্ছে তাকে। বল দেখতে অসুবিধা হওয়ায় চশমা পরে মাঠে নামেন তিনি।
সেদিন নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এ সময় তার পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। তার অধীনেরই রিহ্যাব করেছেন টাইগার পোস্টারবয়।
চোখের সমস্যার কারণে বল দেখতে এবং ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছেন না সাকিবের। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন তিনি।