বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইন্দোনেশিয়ার কাছে হার দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ওমানের সালালা শহরে হকি-ফাইভ এশিয়া কাপের প্রথম ম্যাচে হার ৭-৪ গোলে। পরের ম্যাচে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে উড়িয়ে দেয় কোচ জাহিদ হোসেন রাজুর দল। দুই বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এ আসরের খেলা। এলিটে খেলছে শীর্ষ দেশগুলো। চ্যালেঞ্জার্সে খেলছে পরের ধাপে থাকা দেশগুলো। বাংলাদেশ খেলছে চ্যালেঞ্জার্স বিভাগে। ইন্দোনেশিয়ার কাছে হারা ম্যাচে বাংলাদেশের চার গোলের তিনটি করেন অর্পিতা পাল। সে সুবাদে ম্যাচসেরার স্বীকৃতি পান বিকেএসপির এ ছাত্রী। পরের ম্যাচে গোল উৎসবে নেতৃত্ব দেওয়া অর্পিতা একাই করেছেন সাত গোল। প্রথম মিনিটে গোল করা অর্পিতা ব্যবধান দ্বিগুণ করেন তৃতীয় মিনিটে। কয়েক সেকেন্ড পরই স্কোরলাইন ৩-০ করেন সেই অর্পিতাই। সবগুলোই ছিল ফিল্ড গোল। অর্পিতার পর অ্যাকশনে আসেন আইরিন রিয়া। ১২ ও ১৪ মিনিটে দলের চতুর্থ ও পঞ্চম গোল করেছেন তিনি। বাংলাদেশের পাঁচ গোলের বিপরীতে প্রথমার্ধের ৩, ৪ ও ১০ মিনিটে তিন গোল করে চায়নিজ তাইপে। বিরতির পর আরেক গোল করে চায়নিজ তাইপে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়। ১৭ মিনিটে আবারও গোল করেন অর্পিতা। ২২ মিনিটে পঞ্চম ও ৩০ মিনিটে ষষ্ঠ গোল করেছেন অর্পিতা। দুই ম্যাচে ৯ গোল করলেন বিকেএসপির এ শিক্ষার্থী। মাঝে ২০ ও ২১ মিনিটে আরও দুই গোল করেন আইরিন। ২৯ মিনিটে আরেক গোল করে চায়নিজ তাইপে।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ওমানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পরশু লাল-সবুজদের প্রতিপক্ষ হংকং।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন