রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রেকর্ড গড়া জয় বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ জ্যোতির

রেকর্ড গড়া জয় বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ জ্যোতির

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লড়াইটা ছিল কিছুটা অসম। র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল আটে থাকা বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সুপার লিগের চার্টেও প্রোটিয়া নারীদের তুলনায় ঢের পিছিয়ে টাইগ্রেসরা। এর আগে প্রোটিয়াদের তাদের মাটিতে হারানোও হয়নি বাংলার বাঘিনীদের। তবে এসব পরিসংখ্যানকে শনিবার এককথায় উড়িয়ে দিয়েছে মুরশিদা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা।

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে প্রথমবারের মত হারিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসের রাতে ভিন্ন এক মহাদেশের মাঠ থেকে বাংলাদেশকে দারুণ এক জয় উপহার দিয়েছেন জ্যোতিরা। আর সেই জয়টাও অধিনায়ক উৎসর্গ করলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের জন্য। গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আজ (কাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’ টস হারাটা জ্যোতি মনে করেন দলের জন্য ভালো হয়েছে, ‘টস হেরে যাওয়াতে শেষ পর্যন্ত ভালোই হয়েছে। টস জিতলে আমিও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতাম।’ এদিকে দীর্ঘদিন ধরেই ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ফলাফল ছিল দারুণ। প্রোটিয়াদের মাটিতেও পেয়েছে জয়ের দেখা। নিজেদের ওপর বিশ্বাস রাখার ফলই পাচ্ছেন তারা, এমনটাই বিশ্বাস করেন জ্যোতি, ‘আমরা দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসছি। দলের মধ্যে বিশ্বাসও জন্মেছে। টিম ম্যানেজমেন্টও অনেক কাজ করেছে। আমরা ভালো ফলের প্রত্যাশায় ছিলাম। যখন প্রত্যাশা পূরণ হয়, তখন সত্যিই ভালো লাগে। ২০২৫ সালের বিশ্বকাপে খেলতে ম্যাচ জয়ের বিকল্প নেই নারী দলের। এই সিরিজ জিতলেই সুপার লিগে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা। যে কারণে জ্যোতির চোখ এখন সেদিকেই, ‘এই ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচগুলো দুই দলের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন