বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জনসনকে কড়া জবাব দিলেন ওয়ার্নার

জনসনকে কড়া জবাব দিলেন ওয়ার্নার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টেস্ট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ইতি টানবেন ক্যারিয়ারের। ওয়ার্নারের বিদায় উপলক্ষ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আয়োজন দেখে সমালোচনা করেছিলেন জনসন। এরপর থেকে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। আজ পার্থ টেস্টে নামার আগে এ নিয়ে কথা বলেছেন ওয়ার্নার।

ওয়ার্নারের বিদায়ের জন্য ঘটা করে আয়োজন পছন্দ নয় সাবেক অজি পেসার মিচেল জনসনের। কারণ হিসেবে সাবেক এই বাঁ-হাতি পেসার ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে এই ওপেনারের জড়িত থাকার বিষয়টিকে টেনেছেন। সে ঘটনায় দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল উদ্বোধনী এই ব্যাটসম্যান এমন সম্মানজনক বিদায়ের যোগ্য নয় বলে মনে করেন জনসন। তেমনটা করা হলে সেটি অস্ট্রেলিয়ার জন্য অসম্মানের হবে বলেও মন্তব্য করেন তিনি। জনসন বলেছিলেন, ‘আমরা এখন ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ কী বলতে পারবেন, কেন? কেন ফর্মের সঙ্গে লড়াই করা একজন ওপেনার নিজেই নিজের অবসরের তারিখ ঠিক করে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের কেন্দ্রে থাকা একজন খেলোয়াড়কে কেনই-বা নায়কোচিত বিদায় দিচ্ছি আমরা?’ ওয়ার্নার আজ পার্থ টেস্ট শুরুর আগে ফক্স স্পোর্টসে বলেছেন, ‘এমনটা দীর্ঘ সময়ের জন্য চলছে। যখন আমি খেলার বাইরে থাকি, মাঠের বাইরে থাকি, তখন হয় আমি পরিবারের সঙ্গে থাকি, নয়তো গলফ খেলে অথবা কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। ব্যাপারটা এমনই। আমি এখানে এসেছি খেলাটাকে উপভোগ করতে, যেটাকে আমি ভালোবাসি। আমি এখনো আমার বন্ধুদের সঙ্গে খেলা প্রথম দুই ম্যাচের কথা মনে করতে পারি, হাউজিং কমিশনে দেয়ালের বিপরীতে টেপ টেনিস বল দিয়ে। এখানে ফেরা, আরেকটি ঘরের মাঠে সিরিজ খেলা দুর্দান্ত কিছু এবং তারা এখনো আমার এই যাত্রার সঙ্গে আছে। এটাই আমার সঙ্গে ভালো যায়। আমি বাইরের কথায় কান দিই না।’ টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ওয়ার্নার বলেছেন, ‘নাথান লায়নের মতো নিজেকে যদি ৫ বছর সময় দিতে পারতাম (হাসি)! আসলে এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আগেই ভেবেছি, কতগুলো টেস্ট আমি খেলব। পেছনে তাকিয়ে, মানুষ যদি আমার মন্তব্যগুলো দেখে, আদর্শ দৃশ্যপট ছিল অস্ট্রেলিয়ায় শেষ করা। কিন্তু এর জন্য আপনার রান করতে হবে, পারফর্ম করতে হবে। ইংল্যান্ডে যদি রান না পেতাম লর্ডসেই হতো আমার শেষ টেস্ট।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন