মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বৃষ্টির পর আবার শুরু খেলা

বৃষ্টির পর আবার শুরু খেলা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রামে বৃষ্টিতে কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। তাওহিদ হৃদয় ১২ আর সাকিব আল হাসান অপরাজিত ৫ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে আউট হওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

এক এক করে ফিরে গেছেন তামিম, লিটন এবং নাজমুল হোসেন শান্ত। আফগান স্পিনার মোহাম্মদ নবির বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছে শান্ত। আউট হওয়ার আগে তিনি করেছেন ১২ রান।

১৫.১ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। উইকেট ঢেকে দিতে হয় প্লাস্টিকের কাভার (ত্রিপল) দিয়ে। যার ফলে খেলাও বন্ধ হয়ে যায়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন