বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অর্থের লড়াইয়ে ব্রাজিলের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

অর্থের লড়াইয়ে ব্রাজিলের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাম্প্রতিক ছন্দ ও সামর্থ্যের বিবেচনায় এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। কানাডাকে হারিয়ে এরই মধ্যে এবারের যাত্রা শুরু করেছে তারা। লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল এ মুহূর্তে দারুণ ছন্দেও আছে। একের পর এক ম্যাচ জিতে কোপার মঞ্চে এসেছে তারা। এমনকি কোপার বর্তমান চ্যাম্পিয়নও তারাই। ২০২১ সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও মারাকানায় গিয়ে ব্রাজিলকে হারিয়ে এসেছিলেন মেসি–দি মারিয়ারা। এমন পরিস্থিতিতে কোপা আমেরিকার ফেবারিটের তালিকায় অনেকেই আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রেখেছেন। তবে একটি জায়গায় ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়ে আর্জেন্টিনা।

স্কোয়াডের বাজারমূল্যে কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থানই সবার ওপরে। ব্রাজিলের ১২৭ কোটি ইউরোর বাজারমূল্যের বিপরীতে আর্জেন্টিনা দলের বাজারমূল্য ৮০ কোটি ৫০ লাখ।

ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপে দাপট দেখানো বেশ কজন তারকা খেলোয়াড় আছেন। ভিনিসিয়ুস জুনিয়র–রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। একই দলের হয়ে কদিন পর অভিষেক হবে এনদ্রিকের মতো উদীয়মান তারকারও। এ ছাড়া বার্সেলোনার রাফিনিয়া ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকারাও ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

আর্জেন্টিনা দলেও অবশ্য তারকার কমতি নেই। তবে লিওনেল মেসি–দি মারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাজার মূল্য এখন অনেক কমে গেছে। যে কারণে সামগ্রিকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়েছে তারা। এ তালিকার ৩ নম্বরে আছে ফেদে ভালভের্দে–দারউইন নুনিয়জদের নিয়ে গড়া উরুগুয়ে। যাদের বাজার দর ৪৮ কোটি ইউরো। পরের দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। এ দুই দলের বাজারমূল্য ৩৪ কোটি ৬০ লাখ ও ২৮ কোটি ৩০ লাখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন