সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত dhaka-post স্পোর্টস ডেস্ক

দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত  dhaka-post স্পোর্টস ডেস্ক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকবারই। তবে ক্রিকেটের বনেদি এই ফরম্যাটের অস্তিত্ব নিয়ে ভাটা পড়েনি। এখনো ক্রিকেটের মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার বা জানান দেওয়ার বড় উপলক্ষ্য এই টেস্ট। একসময়ের সারাদিনের খেলা টেস্টে পরবর্তীতে আনা হলো পরিবর্তন। বৈচিত্র্য আনতে টেস্ট ক্রিকেটেও এলো দিবারাত্রির সূচি।

দিবারাত্রির সূচিতে টেস্ট নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিল অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তারাই বেশিবার ডে-নাইট টেস্ট খেলেছে। এই টেস্টের জন্য আবার গোলাপি বলের আগমনও দেখেছিল ক্রিকেট দুনিয়া। অবশ্য দিবা-রাত্রির টেস্টে সব দেশ ব্যাপক আকারে অংশ নেয়নি, তবু দর্শকদের জন্য বেশ আগ্রহের বিষয় ছিল এমন সূচি। তবে পরের বছর ভারত একটিও দিন-রাতের টেস্ট খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। পুরুষ বা মহিলা কোনও দলেরই দিন-রাতের টেস্ট রাখা হয়নি বোর্ডের পক্ষ থেকে। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় বোর্ডের। তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়। মেয়েদের আইপিএলের নিলামে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ ব্যাপারে বিসিসিআইয়ের অভিমত স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ, ‘মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তা হলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।’ গোলাপি বলের টেস্ট নিয়ে ধীরে আগানোর পক্ষে জয় শাহ, ‘শেষ বার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে কেউই আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তবে রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।’ এখনও পর্যন্ত ভারতীয় দল চারটি গোলাপি বলের টেস্ট খেলেছে। জিতেছে তিনটি, হেরেছে একটি। শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাঙ্গালোরে গোলাপি বলের টেস্ট খেলেছিল তারা। সেই ম্যাচও শেষ হয়েছিল তিন দিনে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও পুরোপুরি খেলা হয়নি। ভারতের মহিলা দল গোলাপি বলের এক মাত্র টেস্টটি খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন