শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘ম্যাচ হারা সব সময় হতাশার’

‘ম্যাচ হারা সব সময় হতাশার’

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের শক্তিশালী দল হয়েও এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ভাল কিছু করে দেখানো হয়নি বাংলাদেশের। ২০০৭-০৮ মৌসুম থেকে একাধিকবার এখানে খেলে গিয়েছে টাইগাররা। তবে কোনো দলই ভাল কিছু করে দেখাতেই পারেনি। জেতা হয়নি একটি ওয়ানডেও। চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেও ভাল কিছুর আভাস দিয়ে ম্যাচটা নিজেদের হাতে রাখতে পারেনি বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় বুধবার ভোরে। ম্যাচ হবে নেলসনে। যেখানে এর আগে অন্তত ভাল খেলার নজির আছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সেই অণুপ্রেরণাই কাজে লাগাতে আগ্রহী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরু বলেন ভালো ম্যাচের আশার কথা, ‘উইকেট খুব ভালো, এখানে আমরা আগেও কয়েকটি ম্যাচ খেলেছি। আমার মনে আছে সেটা ২০১৭ তে এবং ২০১৫ সালের বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল, আউটফিল্ডও খুব ভালো। আশা করছি হাই স্কোরিং হবে। ডানেডিন থেকে এখানকার আবহাওয়া ভালো, ক্রিকেট উপযোগী। আশা করছি ভালো ম্যাচ হবে।’ প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা এসেছিল বোলারদের গুণে। কিন্তু তাতেও হারতে হয়েছে বাংলাদেশকে। তিক্ত সেই ম্যাচ নিয়ে হাথুরু বলেন, ‘ম্যাচ হারা সবসময় হতাশার, আমাদের কিছুই করার ছিল না। বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল। অন্যপ্রান্ত থেকে আমাদের আরো ভালো করা উচিত ছিল। কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি। বারবার খেলা বন্ধ হওয়ায় অধিনায়ক চাপে পড়ে যাচ্ছিল বোলারদের নিয়ে।’ দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েও এসেছে প্রশ্ন। পারফর্ম করেও রিশাদ হাসানকে দলে না দেখায় হতাশ অনেকে। আবার সৌম্য সরকারকে নিয়েও ছিল প্রশ্ন। তবে স্কোয়াড নিয়ে প্রশ্নে হাথুরু বলেন, ‘একাদশ নিয়ে এখনো ভাবিনি, উইকেট এখনো ভেজা। আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ টপ অর্ডার বা অন্যান্য ব্যাটাররা কেউ বড় রান করতে পারছে না। টাইগার ভক্তদের বড় দুশ্চিন্তার নাম সেটাই। তবে কোচ হয়েও এর জবাব নেই হাথুরুর কাছে, ‘ওদের বড় রান করতে না পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন, আমি ওদের জানাব।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন