রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই কন্যা শিশুর
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে খেলতে গিয়ে হঠাৎ পা ফসকে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার বয়স আড়াই বছর ও লুফা মনি বয়স ৩ বছর নামের দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কিসামত গোবধা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা এলাকার ফারুক হোসেন ও রাশেদুল ইসলাম বাবু’র কন্যা। ইউপি সদস্য মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান,খেলতে গিয়ে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরের পড়ে যায়। সন্ধ্যায় শিশুদের বাড়িতে না পেয়ে অবিভাকরা হন্যে হয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে মৃত্যু শিশুর দাদী চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনি’র মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সোমবার রাতেই আমি নিজে ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ ঘটনায় সোমবার রাতে রাজারহাট থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।