বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে পানিবন্দী ও তিস্তা নদী ভাঙ্গন পরিদর্শনে কুড়িগ্রাম জেলা প্রশাসক এর ত্রাণ সামগ্রী বিতরণ

রাজারহাটে পানিবন্দী ও তিস্তা নদী ভাঙ্গন পরিদর্শনে কুড়িগ্রাম জেলা প্রশাসক এর ত্রাণ সামগ্রী বিতরণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পানিবন্দী ও নদী ভাঙ্গন এলাকা নৌকাযোগে পরিদর্শন করলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
উজান থেকে নেমে আসা তিস্তার ডালিয়া সুইচগেট অতিক্রম করে ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দের তীরবর্তী কালির মেলায় মৌলভীপাড়া,
গাবুর হেলান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তীরবর্তী চরখিতাবখাঁ গতিয়াশাম, বন্যার পানি বৃদ্ধি, তিস্তা নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক শত পরিবার।
শনিবার ১৫ জুলাই রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে পানিবন্দী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, ইউপি সদস্য মামুুন,ইউপি সদস্য মিনহাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল বাতেন, ইউপি সদস্য হীরা প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন