জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে প্যানেল স্পীকার মনোনীত ড. আব্দুস শহীদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদের (২৫তম) অধিবেশনে প্যানেল স্পীকার ১ মনোনীত হয়েছেন নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১২ (১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম (২০২৩ ৫ম) অধিবেশনের জন্য সভাপতি মন্ডলীর তালিকায় অগ্রবর্তিতা অনুসারে ১ম সভাপতি মন্ডরীর সদস্য হিসেবে নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কে ১ম করে ৫ জনের নাম মনোনীত করা হয়। ৫ সদস্য বিশিষ্ট মনোনীত কমিটির অন্যান্যরা হলেন, নির্বাচনী এলাকা ১০৯ বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, নির্বাচনী এলাকা ৬২ সিরাজগঞ্জ-১ আসনের নংনদ সদস্য তানভীর শাকিল জয়, নির্বাচনী এলাকা ১৭৯ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, নির্বাচনী এলাকা ৩২৫ মহিলা আসন-২৫ এর সংসদ সদস্য বেগম নার্গিস রহমান। গতকাল রোববার ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম ২০২৩ এর ৫ম অধিবেশনের বৈঠকে এই ৫ সদস্য বিশিষ্ট সভাপতিমন্ডীর সদস্যকে মনোনীত করেন জাতীয় সংসদের স্পীকার ডা. শিরীন শারমিন চৌধুরী।