শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় চার্জার অটো ভ্যান সহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার-২

জলঢাকায় চার্জার অটো ভ্যান সহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার-২
রবিউল ইসলাম রাজ, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় একটি চার্জার অটো ভ্যান সহ ১০০ (একশত) বোতল ফেনসিডিল জব্দ করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের নাজির হোসেনের ছেলে সবুজ ইসলাম (২৮) ও বড়খাতা এলাকার আব্দুল আজিজের ছেলে ফারুক ইসলাম @শীতল (২৫)।থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে একটি চৌকস টিমের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা।পৌরসভার বগুলাগাড়ি মৌজাস্থ জনৈক মোহাম্মদ সামসুজ্জামান@ সামু এর ভুট্টা ভাঙ্গা মিলের সামনে জলঢাকা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর হতে গত ৫ মে সকাল সাড়ে ১০টায় গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের বহনকৃত একটি চার্জার অটো ভ্যানের পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১০০ (একশত) বোতল ফেনসিডিল  সহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চার্জার অটো ভ্যানটি   জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের  বিরুদ্ধে  জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) মামলা রুজু করা হয়। যার মামলা নাং-১০। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন