শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আইপিএলে প্রতি বলে কত টাকা পাবেন স্টার্ক-কামিন্স?

আইপিএলে প্রতি বলে কত টাকা পাবেন স্টার্ক-কামিন্স?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিড স্টার মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৪ কোটি ৭৫ লাখে অজি পেসারকে কিনেছে কেকেআর।

প্রথমবারের মতো আরবের মাটিতে আইপিএলের মিনি নিলামে কেকেআরের অর্থের ঝনঝনানি চোখ কপালে উঠার মতো। ২০২৪ আইপিএল সামনে রেখে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে আইপিএল নিলামে ঝড় তুলেছেন আরেক অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক পেট কামিন্স। ২০.৫০ কোটি টাকায় তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ। দুই অস্ট্রেলিয়ানের পেছনেই গেল প্রায় অর্ধশত কোটি টাকা! এবার অনেকের কৌতূহল—তাহলে দুই বোলার প্রতি বল করার জন্য কত টাকা করে পাবেন? এমন প্রশ্নের উত্তর হলো—যদি কামিন্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতি ম্যাচে চার ওভার বল করেন, তা হলেও প্রতি বল করার জন্য তিনি পাবেন ৬.১ লাখ টাকা।  অপরদিকে শাহরুখ খানের ডেড়ায় স্টার্ক যদি প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন তাহলে বল প্রতি ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। মিচেল স্টার্ক ২০১৫ সালে সর্বশেষ বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন